রোটারি, রোটারেক্ট, ইন্টারেক্ট এবং অন্যান্য রোটারি প্রতিষ্ঠানের মধ্যে পারষ্পরিক যোগাযোগ, সহায়তা ও সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে ডিস্ট্রিক্ট ও ক্লাব পর্যায়ে নেতৃত্ব বিকাশের সুযোগকে শক্তিশালী করার আহ্বানের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর রোটাবর্ষের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি, রোটারি গভর্নরের এবারের আহ্বান ‘ক্রিয়েট হোপ ইন দ্য ওয়ার্ল্ড’কে গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী সর্বত্র ভালো কিছু করার পরিকল্পনার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
ক্লাবের নবনির্বাচিত সভাপতি নাসিমা আখতারের সভাপতিত্বে ও ক্লাবের অতীত সুপারস্টার প্রেসিডেন্ট, বর্তমান কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পিপি হাসিনা আক্তার লিপি ও পিপি রাকিবুল ইসলাম দম্পতির সৌজন্যে তাঁদের বাসভবনে ১৬ জুলাই অনুষ্ঠিত সভায় ক্লাব সেক্রেটারি লেখক-সাংবাদিক শওকত বাঙালি’র সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান জয় দেব চন্দ্র দাস জয়, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট এ.কে.এম সাইদুল ইসলাম বাবু, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান আজিজুর রহমান খান, লে. কর্নেল (অব.) জয়নুর রশীদ, রোটারিয়ান রাকিবুল ইসলাম, রোটারিয়ান হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান মোহাম্মদ শহীদ উল্লাহ, রোটারিয়ান অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, রোটারিয়ান নিলুফার আজাদ, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান এস.এম জোবায়দুর রহমান সাকিব প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কে এম সাদুল্লা চিশতী, মিল্লাত আরা বেগম, রোটারি ক্লাব অব চিটাগাং সাউথ-এর প্রেসিডেন্ট রোটারিয়ান ফরহাদ হোসেন, রোটারি ক্লাব অব চিটাগাং সিটি’র প্রেসিডেন্ট রোটারিয়ান মো. শরিফুর রহমান, রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা’র প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আজিজুল ইসলাম, অধ্যাপক আশুতোষ ভৌমিক ও ব্যাংকার ফয়সাল চৌধুরী প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্ট-এর প্রেসিডেন্ট ফুয়াদ সাওম। ইনভোকেশান পাঠ করান ক্লাব ট্রেজারার মোহাম্মদ শহীদ উল্লাহ। সভায় রোটারিয়ান পিপি কামরুল ইসলাম ও রোকসানা আক্তার-এর বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানানো হয়। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম।
