নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শিরিণ আক্তার বলেন, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার মধ্যে জীবনের কোনো মূল্য নেই। মানবতার জন্যে কাজ করার মধ্যে জীবনের প্রকৃত সুখ নিহিত। তাই, বিশ্বব্যাপী রোটারিয়ানেরা মানবকল্যাণে নিজেদের সেবার আদর্শে উৎসর্গ করে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
গতকাল (২৪ আগস্ট) সন্ধ্যায় আগ্রাবাদের দ্য কপার চিমনী রেস্তোরাঁয় আয়োজিত রোটারি ক্লাব অব চিটাগং পীস এর পঞ্চম অভিষেক অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্যে ভিসি শিরিণ আক্তার আরও বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী আলোকিত মানুষগুলো রোটারির সাথে জড়িত। এ কারণে রোটারি অনুষ্ঠানে এসে আমার বেশ ভালো লাগে এবং গর্ববোধ করি।”
প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান নূরে আলম ভুঁইয়া , ক্লাব সভাপতি রোটারিয়ান চৌধুরী আল জোবায়ের ও আইপিপি রোটারিয়ান আলী মোহাম্মদ নিজামউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানঅতিথি ড. শিরিণ আক্তার তাঁর কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও হাটহাজারিতে হাসপাতাল স্থাপনের কথা উল্লেখ করেন এবং এ ব্যাপারে রোটারিয়ানদের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে রোটারি গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান তাঁর অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “যাকিছু সুন্দর, ভালো ও জনকল্যাণকর তার সাথে আছি , আমৃত্যু থাকবো। রোটারিতে আমরা যে যা করছি তার মানবতার কল্যাণেই করছি। শুধু বক্তব্য নয়, কাজের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে, আমরা কথা-ই নয়, কাজে বিশ্বাসী।”
রোটারিয়ান এইচ এম এম আয়াজ উদ্দিনের কোরআন তেলওয়াত, যুগ্ম-সম্পাদক রোটারিয়ান মো. রেফায়েত হোসেনের রোটারি প্রত্যয় পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিস্টিক্ট ফার্স্টলেডি রোটারিয়ান অতিরিক্ত কর-কমিশনার শামিনা ইসলাম, ডিস্টিক্ট সেক্রেটারি পিপি রোটারিয়ান মোহাম্মদ আকবর হোসেন, এরিয়া ডিরেক্টর জাহেদা আক্তার মিতা, অ্যাসিসটেন্ট গভর্নর মোহাম্মদ আরিফ শাহরিয়ার প্রমুখ। উপস্থিত রোটারিয়ানদের পরিচয় করিয়ে দেন সিপি রোটারিয়ান নুর- এ আলম সিদ্দিকী ও ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সহ-সভাপতি রোটারিয়ান মোহাম্মদ মফিজুর রহমান ।
এর আগে একইস্থানে ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান ক্লাব পরিদর্শন করেন। এসময় এফডিএল শামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন উপস্থিত ছিলেন। তাঁরা রোটারি ক্লাব অব চিটাগং পীস এর সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন। ক্লাব সদস্যরা গভর্নরের অগ্রাধিকার প্রকল্প হোম ফর হোমলেস প্রকল্প বাস্তবায়ন ও রোটারি ফাউন্ডেশনে সাধ্যমতো অবদান রাখা ও ক্লাবের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে বক্তব্য রাখেন।