১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রোটারি ক্লাব অব চিটাগং এর চার্টার্ড নাইট অনুষ্ঠান অত্যন্ত জমজমাটভাবে চট্টগ্রাম ক্লাবের লেভেল জিরোতে শুক্রবার(৪ নভেম্বর) সন্ধ্যারাতে  অনুষ্ঠিত হয়।

শুরুতেই পিপি রোটারিয়ান প্রফেসর ডা. আবুল কাশেম কোরআন তেলোয়াত করেন। অতঃপর সদ্য নিহত দেশের স্বনামধন্য চিকিৎসক রোটারিয়ান প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিমের স্মরণে সকলে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. ইমরান বিন ইউনুসের সূচনা বক্তব্য ও ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক ডা. মো.আকবর হুছাইন ভুঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া চাটার্ড নাইট অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট  ৩২৮২এর  জেলা নেতৃবৃন্দ, দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রশাসক ও পরিচালনা সম্পাদক পিপি রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন ক্লাবের বিপুলসংখ্যক রোটারিয়ান উপস্থিত থেকে সুন্দর আয়োজনটি দারুণভাবে উপভোগ করেছেন। পারস্পরিক বন্ধুত্ব, সহমর্মিতা ও কুশল বিনিময় এবং ফটোসেশনের মাধ্যমে রোটারিয়ানেরা বেশ ভালো সময় কাটিয়েছেন।

ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদের উপস্থাপনায়  এতে বক্তব্য রাখেন পিডিজি ইঞ্জিনিয়ার আবদুল আহাদ, রোটারিয়ান রাহবাব আনোয়ার, পিপি রোটারিয়ান এম সাইফুল ইসলাম, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার কাজী রোকুনউদ্দিন আহমেদ।

চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশনার পিপি রোটারিয়ান শামিনা ইসলাম ও জনপ্রিয় সংগীতশিল্পী আকলিমা আক্তারের সংগীতের সুর মুর্চ্ছনায় অনুষ্ঠানস্থলে ভিন্ন আবেষ্টনী  তৈরি হয়েছিল।

 

I