১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

রোটারি ক্লাব অব চিটাগং এর উদ্যোগে চট্টগ্রাম ক্লাবের গেস্টরুমে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়্যারনেস এন্ড আরলি ডিটেকশান বিষয়ক এক সেমিনার গত ৩নভেম্বর  (বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত)   অনুষ্ঠিত হয়।

চমেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান (সাবেক) প্রফেসর ডা. খন্দকার এ কে আজাদ স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক মূল্যবান বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন পিডিজি এম এ আহাদ, পিপি রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ, পিপি রোটারিয়ান ডা. ইমরান বিন ইউনুস, পিপি রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, পিপি রোটারিয়ান প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, পিপি রোটারিয়ান প্রফেসর ডা. আবুল কাশেম, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার কাজী রোকন উদ্দিন আহমেদ, আইপিপি  রোটারিয়ান প্রফেসর  ডা. মো. বদরুদৌজা, রোটারিয়ান প্রফেসর ডা. শাহানারা চৌধুরী, পিপি রোটারিয়ান ব্যারিস্টার সাইফুদ্দিন মাহমুদ, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ডা. মো. আকবর হুসাইন ভূঁইয়া, ইনার হুইল ক্লাবের পিপি  দিলরুবা আহমেদ, ডা. কামরুন নাহার দস্তগির,ঝন্টা পিপি রেবেকা সিদ্দিকী প্রমুখ।

এসময় সেমিনারে বক্তারা গত ৩নভেম্বর ২০২২নিহত আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, রোটারি ক্লাব অব চিটাগং এর সাবেক সভাপতি , চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান (সাবেক) রোটারিয়ান অধ্যাপক এ এস এম ফজলুল করিমের মৃত্যূতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।