১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট  ৩২৮২ চট্টগ্রাম এরিয়ার রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল ও প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ৫০টি ক্লাবের মাঝে দশ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  আজ শনিবার (১৫ জুলাই)  সকালে নগরীর কিডনী ফাউন্ডেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির চেয়ারম্যান পিপি রোটারিয়ান মো. রকি উদ্দিন রিপন। প্রধানঅতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি পিপি রোটারিয়ান সামিনা ইসলাম,  কিডনী ফাউন্ডেশনের সভাপতি ও ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডা. মাইনুল ইসলাম মাহমুদ, প্রকৃতি ও জীবন ক্লাবের চৌধুরী ফরিদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এস্কিকিউটিভ সেক্রেটারি শামসুল আলম রিপন, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, প্রোজেক্ট কো- অডিনেটর সিপি রোটারিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু। আরো উপস্থিত  ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট প্রদ্যোত কুমার সাহা, এসিস্ট্যান্ট গভর্নর পিপি অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, ডিস্ট্রিক্ট অফিসিয়াল, জোনাল নেতৃবৃন্দ, ক্লাব প্রেসিডেন্ট ও ক্লাব সেক্রেটারিরা।   অনুষ্ঠানে রোটারিয়ানদের মাঝে ১০,০০০ (দশ হাজার) ঔষধি, ফলজ, বনজ, গাছের বিতরণ করা হয়।

ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেন, “রোটারির সেভেন এরিয়া ফোকাশের  অন্যতম একটি বিষয় হচ্ছে, পরিবেশ রক্ষা করা।পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জুলাই মাসব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে। চারা বিতরণ শেষে গভর্নরের নেতৃত্বে চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন প্রাঙ্গণে নারিকেল,আম, নিম, সফেদা,আনার গাছের চারা রোপণ করা হয়।

গাছের চারা বিতরণ করছেন ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান