চট্টগ্রামে ১০টি রোটারি ক্লাবের যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও মশারি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে । আজ (৩১ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমানের নেতৃত্বে রোটারির একটি দল রোগী কল্যাণ সমিতির নিকট মশারি সমূহ হস্তান্তর করেন। রোগী কল্যাণ সমিতির পক্ষে মশারি গ্রহণ করেন অভিজিৎ সাহা, সমাজসেবা অফিসার ও সাধারণ সম্পাদক,রোগী কল্যাণ সমিতি এবং রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি প্রখ্যাত দন্ত চিকিৎসক ডা. তৈয়ব সিকদার।
জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেন, এটি রোটারির একটি চলমান কার্যক্রম চট্টগ্রামসহ সারা বাংলাদেশে রোটারি এই কার্যক্রমটি চালু রেখেছে।জনসাধারণদের সচেতনতায় রোটারি ক্লাবগুলোর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান আকবর হোসেন, রোটারিয়ান মোহাম্মদ শাজাহান, মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, মোরশেদুল আলম বাবু, মোহাম্মদ আব্দুল রাজ্জাক, এডভোকেট আয়েশা আক্তার সানজি ও রোটারিয়ান সাজেদুল হক হাসান। ভবিষ্যতে রোটারি ক্লাবগুলো চট্টগ্রামের সমাজ সেবার অধিদপ্তর ও রোগী কল্যাণ সমিতির সাথে যৌথ কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রমের আয়োজনে ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টোক্র্যাট,রোটারি ক্লাব চিটাগং সেন্ট্রাল, রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন,রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ, রোটারি ক্লাব অব চিটাগং হিলভিউ, রোটারি ক্লাব চিটাগং মিডসিটি, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি, রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকা, রোটারি ক্লাব অব চিটাগং সাউথ, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা।