১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

আগামী ১২ নভেম্বর  নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিতব্য টিআরএফ সেমিনারের এক প্রস্তুতি সভা নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২নভেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রোটারি জেলা ৩২৮২-এর গভর্নর রোটারিয়ান রোহেলা খান চৌধুরী।

সভাপতির বক্তব্যে রোহেলা খান চৌধুরী বলেন, টিআরএফ ফান্ড হচ্ছে রোটারির দান বাক্স। এই দান বাক্সের টাকা দিয়ে দেশ বিদেশের গরীব দুঃখী মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সানিটেজেশন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে তা বিতরণ করা হয়। সে টিআরএফ ফান্ডে দান করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। সভায় টিআরএফ সেমিনারের জন্য বার্ষিক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

সভায় উপস্থিত ছিলেন রোটারিয়ান জিয়াউদ্দীন চৌধুরী, রোটারিয়ান শাহ আলম, খায়রুল আলম, ইমদাদ আজিজ চৌধুরী, কফিল উদ্দীন চৌধুরী, আজিজুল গণি চৌধুরী,প্রফেসর ড. মাহমুদ এ চৌধুরী, ফখরুল আলম বিপু, এম. নাসিরুল হক চৌধুরী, দেব দুলাল ভৌমিক, আরিফ শাহরিয়ার, মো. আলমগীর, নুর এ আলম সিদ্দিক, এসএম মহিউদ্দীন মুকিত, মো.ইবরাহিম, ডা. এম এ করিম, জামাল উদ্দীন আহমেদ প্রমুখ।