১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে  নিয়োগ পেয়েছেন কামরুল আহসান । আগামী ১১ ডিসেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সালমা পারভীন স্বাক্ষরিত এক আদেশে তাকে এই দায়িত্ব দেয়া হয়।

বর্তমানে তিনি অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে দায়িত্বরত আছেন।

এদিকে, ১১ ডিসেম্বর থেকে বর্তমান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার অবসরে যাচ্ছেন। ১২ ডিসেম্বর থেকে রেলের নতুন মহাপরিচালক মো. কামরুল আহসান দায়িত্ব নেবেন।