১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

জেমিসন রেড ক্রিসেন্ট মার্তৃসদন হাসপাতালে মাহবুব-নাহার ওয়েল ফেয়ার ট্রাস্টের অর্থায়নে মাহবুব-নাহার এনআইসিও বিভাগের কাজের উদ্বোধন করা হয়। বৃহষ্পতিবার (২৭জুলাই) এটির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যানএ টি এম পেয়ারুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এ এম মাহবুব চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠান পরবর্তী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সভা ইউনিটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, কার্যকরী পর্ষদ সদস্য সুগ্রীব কুমার মজুমদার (দোলন), ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, ডা. আইরিন সুলতানা, মো. আব্দুল মোনাফ, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, জেলা ইউনিট লেভেল অফিসার ও হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল মান্নান, হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডা. রোজী দত্ত, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌলা সুজন।

সভায় সভাপতির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, হাসপাতাল এবং জেলা ইউনিটের উন্নয়নে যেসব পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এতে করে আমাদের হারানো গৌরব অচিরেই ফিরে আসবে। জেলা পরিষদ হতে প্রাপ্ত অনুদানের মাধ্যমে পরিচালিত প্রজেক্ট সমূহের আলোচনা করা হয় এবং হাসপাতালে বিভিন্ন দাপ্তরিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদ্বোধনকৃত এনআইসিওতে ট্রাস্টের সহযোগিতায় যুগোপযোগী উপকরণ সংযুক্ত করে সল্প খরচে সেবা নিশ্চিত করা হবে। তিনি ইউনিট ও হাসপতালের পক্ষ থেকে মাহবুব-নাহার ওয়েলফেয়ারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ট্রাস্টের চেয়ারম্যান এ এম মাহবুব চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে একটি আধুনিক আলট্রা সোনোগ্রাফী মেশিন দিবে বলে উপস্থিত সকলকে নিশ্চিত করেন।