১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপ নির্বাচন রবিবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ১৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

শনিবার দুপুর থেকেই নগরীর এম আজিজ স্টেডিয়াম সংলগ্ন  জিমনেসিয়াম থেকে নির্বাচনী সামগ্রী নিয়ে কর্মকর্তারা গেছেন কেন্দ্রে। এর আগে শনিবার সকালে উপ-নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

সেখানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ। তিনি উপ-নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত অফিসার-ফোর্সদেরকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। পাশাপাশি উপ-নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন। সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার বেলা ১২ টা থেকেই প্রিসাইডিং অফিসার ও কর্মকর্তারা জিমনেসিয়াম চত্বরে উপস্থিত হন। পুলিশি নিরাপত্তায় ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথের জন্য ইভিএম মেশিন ও নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

উল্লেখ্য, এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো চারজন। এ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন।