১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের  নগরীতে পাহাড় ধসে নিহত হয়েছেন ২জন। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা সম্পর্কে বাব এবং মেয়ে। মেয়েটির বয়স ৭ মাস।

রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায়   পাঁচলাইশ থানাধীন ষোলশহর আইডাব্লিউ কলোনিতে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলেন স্থানীয় কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) এবং তার শিশু সন্তান বিবি জান্নাত।

সকালে আইডাব্লিউ কলোনির একটি বসতঘরের উপর পাহাড় ধসে পড়ে। এতে ৪জন হতাহত হন।

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই  স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসা চলছে আহত ২জনের ।