২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

চট্রগ্রাম শিল্পকলা একাডেমিতে চট্রগ্রামের বিনোদনমূলক পত্রিকা বিনোদনের রঙ এর প্রধান সম্পাদক আলী আহাম্মেদ শাহিন এর সভাপতিত্বে বিশিষ্ট বাচিক শিল্পি দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় বুধবার(১৭ মে) বিকেল ৫ টায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্রগ্রাম মহানগর শাখার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন আলহাজ্ব মোহাম্মাদ ইমরান শত সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান- যিনি না হলে আজকে এই সুন্দর বাংলাদেশ আমরা পেতাম না তিনিসহ জাতির গর্বিত সন্তান যারা স্বাধীনতাযুদ্ধে প্রাণ দিয়েছেন এবং যুদ্ধ পরবর্তীতে যারা শহিদ হয়েছেন তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, সংস্কৃতি মানবজীনবের জন্য একটি সাগরস্বরূপ- যেখানে ধর্ম, সাম্য, ভাতৃত্ববোধ, ভালোবাসা, আনন্দ সবকিছুই জড়িত। আমরা নিজেকে যদি শুদ্ধ করতে চাই তাহলে সংস্কৃতিচর্চা করতে হবে। যে পরিবার, যে সমাজ, যে জাতি এবং যে দেশ যতবেশি সংস্কৃতিচর্চা করে সেই পরিবার, সমাজ, জাতি এবং দেশ ততো বেশি  উন্নতি লাভ করে। আমরা ধর্ম- বর্ণ- নির্বিশেষে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ম্যাধমে সংস্কৃতিকে পালন করা উচিৎ।

প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ন সম্পাদক হাসান জাহাঙ্গীর, বিনোদনের রঙ এর প্রধান উপদেষ্টা লায়ন এম এ মুছা বাবলু, দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ, আবৃতিশিল্পী ও গীতি কবি এনায়েত হোসেন পলাশ, লায়ন ইসমত আরা নিলিমা, বিশিষ্ট গীতিকার ও সুরকার ইকবাল হায়দারসহ শিল্পী, কলা-কৌশলী সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী বক্তব্য রাখছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্রগ্রাম মহানগর শাখার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন আলহাজ্ব মোহাম্মাদ ইমরান