ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা তেলঘাট এলাকায় যাত্রীবাহী একটি ওয়াটার বাস যাত্রীসহ ডুবে গেছে। রবিবার(১৬জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ওয়াটার বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
রবিবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে বুড়িগঙ্গায় ওয়াটার বাসটি ডুবে যাওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
তারা বলছে, অতিরিক্ত যাত্রীর কারণেই ওয়াটার বাসটি ডুবেছে।
ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এক নারীসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
রাত ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি ওয়াটার বাস ডুবে যাওয়ার সংবাদের পরিপ্রেক্ষিতে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়। ডুবুরিরা সেখানে কাজ করছেন।
এই কর্মকর্তা বলেন, যতটুক জানা গেছে, অধিকাংশ লোক সাঁতরে তীরে উঠতে পেরেছেন। কিছুক্ষণ আগে এক নারীসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স হবে ২৫ থেকে ৩০।
রাত ১০টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, যতটুকু সংবাদ পেয়েছি, অতিরিক্ত যাত্রীর কারণেই ওয়াটার বাসটি ডুবে গেছে।