পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে গিয়ে জীবনঝুঁকিতে পড়েছেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক পরিবেশকর্মী ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক; আছেন চরম নিরাপত্তাহীনতায়। কুইচ্চা মাছ ধরার প্রতিবাদ করায় মুঠোফোনে তাঁকে গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। প্রতিকার চেয়ে বোয়ালখালী থানা পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি। পুলিশ হুমকিদাতাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ আসহাব উদ্দিন মুঠোফোনে চাটগাঁর বাণীকে বলেন।
কুইচ্চা মাছ রক্ষায় বোয়ালখালী থানার ওসি বরাবরে ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক যে আবেদন করেন তাতে বলা হয়, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতির কারণে বিশ্বের মানুষ অসহায় অবস্থায় জীবন যাপন করছে। বন্যা-মহামারি ও নানা প্রাকৃতিক দুর্যোগ মানবজীবনকে অস্থির করে তুলেছে। বিশ্ব পরিবেশ, প্রাণপ্রকৃতি, জীববৈচিত্র্য, বন্যপ্রাণি, পাখি ও সামুদ্রিক বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও মৎস্যকুলের অস্তিত্ব রক্ষা করা আমাদের সকল নাগরিকের একান্ত কর্তব্য। পরিবেশ নিয়ে কথা বলা,পরিবেশ বিধ্বংসীদের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের সাংবিধানিক অধিকার। এতে আরও বলা হয়,বোয়ালখালী উপজেলার কালাচাঁদ ঠাকুরবাড়ি গেটের সামনে তালতলা নামক স্থানে বরিশাল থেকে আসা একদল মানুষ অবস্থান নেয় এবং বিভিন্ন মাছের ফাঁদ বসিয়ে সমগ্র উপজেলাসহ বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের লক্ষে অবৈধভাবে কুইচ্চা মাছ ধরছে। কুইচ্চা মাছ ধানখেতের ফসল বিনষ্টকারী পোকার লার্ভা, শামুক, কৃমি ইত্যাদি খেয়ে কৃষকের উপকারী বন্ধূ হিসেবে কাজ করে। অনেক পঁচাগলা জৈবপদার্থ খেয়ে কুইচ্চা মাছ মানবসমাজের বিশেষ বন্ধু হিসেবে ভূমিকা রাখে। পৃথিবীকে মানুষের বেঁচে থাকার প্রধান শর্ত হলো, জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখা।
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে রক্ষিত বন্যপ্রাণির তালিকায় তফসিল ২ অনুযায়ী কুচিয়া মাছ প্রজাতিটি সংরক্ষিত। এটি ইল প্রজাতির মাছ। অঞ্চলভেদে এটি কুইচা বা কুইচ্চা মাছ নামে পরিচিত। আমাদের সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে- রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যত নাগরিকদের জন্যে পরিবেশ সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবে। বাসযোগ্যবিশ্ব গড়ে তোলার লক্ষে কুইচ্চা মাছ নিধনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশের সহায়তা চেয়েছেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ নেতা ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক।
নির্বিচারে কুইচ্চা নিধনের বিরুদ্ধে বোয়ালখালী থানার ওসি বরাবরে আবেদন করা ও পত্রিকায় খবর প্রকাশের পর গত ২৭ আগস্ট (রাত ৯.০৭ মিনিট, ৯.১০ মিনিট ও ৯.১৫ মিনিট) তিনজন লোক মুঠোফোন নম্বর-০১৮৫৯৭৪৯৩১৮, ০১৮৮২৮৩৫০০৯ ও ০১৮৩১৬৯৪৮১৫ থেকে ইঞ্জিনিয়ার সিঞ্চন বড়ুয়াকে অসভ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে সিঞ্চন ভৌমিক বাদী হয়ে অজ্ঞাতনামা এ তিন ব্যক্তির বিরুদ্ধে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও নিন্দা
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিককে প্রাণনাশের হুমকি প্রদানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণাকেন্দ্র ট্রাস্ট এর চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, গণমুক্তি ইউনিয়ন নেতা রাজা মিয়া, বাসদ (মার্কসবাদী) নেতা শফি উদ্দিন কবির আবিদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমি,গণঅধিকার চর্চাকেন্দ্রের মহাসচিব মশিউর রহমান খান, চৈতগ্রামের সভাপতি কাজী রাজেস ইমরান, নিপীড়নবিরোধী আইনজীবী মঞ্চের যুগ্মআহবায়ক অ্যাডভোকেট বিষুময় দেব, নগর মহিলা আওয়ামী লীগনেত্রী হাসিনা আক্তার, জননেতা রহমত উল্লা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, গণসংহতি আন্দোলনের নগর আহবায়ক ডা. অপূর্ব নাথ, প্রজন্ম চট্টগ্রাম এর প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হক, ক্যাব নেতা মুহাম্মদ জানে আলম, বাংলা প্রচলন উদ্যোগ এর সংগঠক শেখ গোলাম মোহাম্মদ রাজু, নারীমুক্তি কেন্দ্রের চট্টগ্রাম মহানগর সভাপতি আসমা আক্তারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বোয়ালখালী উপজেলার তালতলায় নির্বিচারে কুইচ্চা মাছ শিকার করায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কায় সমাজকর্মী সিঞ্চন ভৌমিক পরিবেশবিধ্বংসী এ অপকর্মের প্রতিবাদ করেন। পরবর্তীতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদনেতা ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক গত ২৫ আগস্ট স্থানীয় জনগণকে সংগঠিত করে একটি সমাবেশ করেন এবং বোয়ালখালী থানার ওসি বরাবরে স্মারলিপি প্রদান করেন। এর ফলে অবৈধভাবে কুইচ্চা মাছ নিধনকারী চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২৭ আগস্ট সিঞ্চন ভৌমিককে মুঠোফোনে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং কুইচ্চা মাছ ধরার ব্যাপারে প্রতিবাদ অব্যাহত রাখলে জীবননাশের হুমকি দেন। অবিলম্বে হুমকিদাতা দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবী জানান নেতারা।
পোপাদিয়া ইউনিয়নে অবৈধভাবে কুইচ্চা মাছ ধরা ও ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিককে মেরে ফেলার হুমকির ব্যাপারে বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি চাটগাঁর বাণীকে বলেন, “এ সম্পর্কে আমি কিছুই জানি না; কোনো পক্ষই আমাকে কিছু জানায়নি।”