চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদ জুম্মা এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে তাঁর এইচএম ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।মরহুম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে আলোচনা সভা, খতমে কোরানে পাক, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে দোয়া, মোনাজাত, মুসল্লী ও মিসকিনদের মাঝে তবারুক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন আজমির শরীফের খাদেম সৈয়দ আজমত হোসেন।
আলোচনায় সাবেক মেয়র ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, এ বি এম মহিউদ্দিন চৌধুরী একজন সৃজনশীল নেতা ছিলেন। তাঁর হাতের পরশে চট্টগ্রাম ফিরে পায় হারানো ঐতিহ্য। তিনি বলেন, চট্টল দরদী এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের একজন কিংবদন্তী নেতা ছিলেন। কর্মী বন্ধব এ নেতার জীবন কেটেছে একমাত্র চট্টগ্রামের স্বার্থে। কিংবদন্তী এ নেতার জীবন চরিত্র অনুসরণ করা হলে দেশ ও জাতি উপকৃত হবে। অন্যদের মধ্যে আলোচনা করেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মো. নিজামুল আলম, আলহাজ্ব ফারুক আজম, আলহাজ্ব সাইফুল আলম, আলহাজ্ব সাহিদুল আলম, রাজনৈতিক লোকমান আলী, অধ্যক্ষ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, মাওলানা সৈয়দ ইউনুচ রজভী ও সৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলমসহ অন্যরা।