চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৯০তম জন্মদিন পালন করলেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।
বাদ জুম্মা (১ ডিসেম্বর) কাট্টলীস্থ এইচএম ভবন অডিটরিয়ামে নানা আনুষ্ঠানিতায় পালন করা হয় এ জন্মদিন।
প্রিয়নেতার জন্মদিনকে ঘিরে দোয়া মাহফিল, আলোচনা ও নিঃস্বদের মাঝে তৈরি খাদ্য বিতরণ করেন মনজুর আলম।
পরে তিনি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করে ফাতেহা পাঠ করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এদিকে সকালে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম তাঁর বাসভবনে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সহ নানা শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে মনজুর আলম বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করবে। নির্বাচনকে অর্থবহ ও অংশগ্রহণমূলক করার জন্য ভোটারদের নির্বাচনে ভোট দিতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকাটি সিটি কর্পোরেশনের অংশ হলেও অত্র এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন সুপেয় পানি প্রাপ্তিসহ নানা ধরনের ঘাটতি রয়েছে। দল, মত, ধর্ম-বর্ণ সম্প্রদায় নিবিশেষে সকলে মিলে দেশের উন্নয়নে অবদান রাখলে এবং গণতন্ত্র অব্যাহত থাকলে দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করবে। এ সব কর্মসূচিতে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধিদের মধ্যে ডা. মুখেশ দত্ত, বীরেন্দ্র নাথ, ইঞ্জিনিয়ার বীরেন্দ্র পাল, তরুণ তপন দত্ত, দিলীপ দেসহ অন্যরা বক্তব্য রাখেন।