১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোস্তবিল্ডিং কার্যালয়ে রবিবার(২৬ মার্চ) সকাল ১১ টায় উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, অধ্যাপক মইনুদ্দিন চৈাধুরী,মো আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাফর আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব,কার্যনির্বাহী সদস্য মো. সেলিম উদ্দিন, মহিউদ্দিন চৌধুরী,বখতিয়ার সাইদ ইরান, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা এডভোকেট বাসন্তী প্রভা পালিত,সাদাত আনোয়ার সাদী, সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ আবদুল কাইয়ুম, উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ আরো অনেকে।

মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম