[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তার প্রতিষ্ঠিত কলেজ,স্কুল ও মাদ্রাসা সমূহের যৌথ আয়োজনে ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছেন। সকালে শহীদ বেদীতে স্বাধীনতার শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। আলোচনা করেন উপাধ্যক্ষ মাহফুজুর চৌধুরী, অধ্যাপক বিকাশ কুমার মজুমদার, কাজী মাহবুবুর রহমান, সবুজ কুমার দে, বাসুদেব ধর ও আবদুছ সালামসহ অন্যান্য শিক্ষাবিদগণ। আলোচনায় সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম জাতির পিতা, জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধাদের  প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, স্বাধীনতা রক্তমূল্যে পাওয়া। এ স্বাধীনতাকে অর্থবহ করতে হলে দেশের সকল মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশের সকল নাগরিকদের ঐক্যবদ্ধ প্রয়াস অতীব জরুরী। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি সব ভেদাভেদ ভুলে দেশের সেবায় সকলকে আত্মনিয়োগের আহবান জানান।