[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

সাবেক মেয়র মনজুর আলম প্রদত্ত ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করছেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম ও মোহাম্মদ সাহিদুল আলম।

মানবিক মানুষ, সমাজসেবক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বিগত ৩০ বছর ধরে পবিত্র রমজানে গরীব দু:খী মানুষদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করে আসছেন। এবারের পবিত্র রমজানেও চট্টগ্রাম নগরী ৪১টি ওয়ার্ডে ৫০ হাজার গরীব মানুষ তার মানবিক সাহায্য পেয়েছে। এর বাইরেও তাদের পরিচালিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, মাইজভান্ডার দরবার শরীফের আশেকান ভক্ত, শাহ মোহছেন আউলিয়া দরবার শরীফের ভক্ত আশেকান, এতিম মিসকিন, ঈমাম মোয়াজ্জিনসহ পাড়া-প্রতিবেশীরা ইফতার ও সেহেরী সামগ্রী পেয়েছেন। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মানবকল্যানে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কল্যাণধর্মী ১০৩টি প্রতিষ্ঠান স্থায়ীভাবে পরিচালনা করে মানবসেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। চলতি রমজানে সর্বশেষ ইফতার ও সেহেরী সামগ্রী ২২, ২৩, ২৫, ২৯, ৩১, ৩২, ৩৩, ৩৮, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে বিতরণের মধ্যদিয়ে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হয়।

এ সকল ওয়ার্ডে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম ও আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ড সমুহের মধ্যে প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানুর বেগম, সাবেক কাউন্সিলর এম এ মালেক, হাজী জয়নাল আবেদীনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে সমাজসেবক ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক সাবেক মেয়র মনজুর আলমের সুযোগ্য পুত্র আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম বলেন, আমাদের সাধ্যমত আমরা সমাজসেবায় নিয়োজিত আছি। অন্যান্য বিত্তশালীরা সমাজসেবায় যথাযথ অবদান রাখলে দেশের গরীব দু:খী মানুষগুলোর আরো কল্যাণ সাধিত হবে।