যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান হোটেলে ঢুকে গেছে। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২ডিসেম্বর)সকালে উপজেলার ভোজগাতি ইউনিয়নের ব্যাগারিতলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
যশোরের মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কাভার্ডভ্যানটি যশোর থেকে সাতক্ষীরা যাচ্ছিল। পথে ব্যাগারিতলা নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানের ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন।