১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি *

‘খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদামবিবির হাটের জাহানাবাদ এলাকার চেয়ারম্যানঘাটায় প্রিমিয়ার লিগ-২০২৩ এর ফাইনাল খেলা।শুক্রবার (২৯ জুলাই) মাদামবিবির হাটের জাহানাবাদ এলাকার চেয়ারম্যানঘাটা সমুদ্রের মাঠে বিকাল ৩টার দিকে এই টুর্নামেন্ট এর ফাইনাল খেলার আয়োজন করা হয়।

টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ গ্রহণের মধ্যে দিয়ে ১৫দিন ব্যাপী এই খেলা অনুষ্ঠিত হয়।এতে ফাইনালে মুখোমুখী হয় সিজি নাইট রাইডার্স বনাম এক্সজি ফ্যালকন।এতে নিধারিত সময়ে ড্র হওয়ায় পরে খেলা ট্রাইবেকারে সিজি নাইট রাইডার্স ৪টি গোল করে চ্যাম্পিয়ন হয় ও এক্সজি ফ্যালকন ২টি গোল রানার্স আপ হয়। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও রানার্স আপ  দলকে ৫ হাজার টাকা প্রাইজ মানি সাথে ট্রপি প্রদান করা হয়।

এতে বক্তারা বলেন,এলাকার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং এলাকার ছোট-বড়  সবার ঐক্য প্রতিষ্টায় এই খেলার আয়োজন করা হয়।প্রতি বছর এই ধরনের খেলা চলমান থাকবে।এসময় মো. সাহেদ আলম এর পরিচালনায় উপস্থিত ছিলেন,হাজী ইমরান হোসেন লিটন,মো. জাবের কাইছার, মো. নছিম উদ্দিন, গিয়াসউদ্দিন টিটু,  সাকা মাসুদ,হেলাল উদ্দিন,এমরোজ এনামুল,সাকিল ইসলাম, মঞ্জু আলম,  বখতিয়ার উদ্দিন, ফাহাদ কাইছার, সাইফুল আলম সাক্কু, রুবেল, তারেক প্রমুখ।