সীতাকুণ্ডের দক্ষিণ ঘোড়ামরার ঐতিহ্যবাহী অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াপ্রতিষ্ঠান চক্রবাক ক্লাব ১৬ডিসেম্বর বিকেলে বিজয় দিবস উদযাপন, এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণের উদ্যোগ নিয়েছে।
দক্ষিণ ঘোড়ামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠেয় এ আয়োজনে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইউরিলজি বিভাগের বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অব নার্সিং এন্ড ফ্যাকাল্টি অব মেডিকেল টেকনোলজি’র ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার-উল-হক (শামীম) ও প্রধান-বক্তা থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ। সংবর্ধিত হবেন চক্রবাক ক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য আ ফ ম নুরুল ওয়ারা বাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাব সভাপতি শাহাদাত আলী চৌধুরী (রতন)। বিশেষ অতিথি থাকবেন সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মনির আহমেদ, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অতীশ দীপঙ্কর স্বর্ণপদক প্রাপ্ত সমাজসেবক দিদারুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেড এর সিএফও ,কোম্পানি সচিব রোটারিয়ান এম মনোয়ারুল হক এফসিএমএ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নাজমুল হাসান চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি ,সাধারণ সম্পাদক, পৃষ্টপোষক সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী।
ক্লাবের সভাপতি শাহাদাত আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন ফারুক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে সবিনয় অনুরোধ করেছেন।