১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

মহান বিজয়ের ৫১তম উৎসবে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়মী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম নিজ ওয়ার্ডে প্রায় শতাধিক গরীব দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। ১৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।

পরে বিজয় উৎসব উপলক্ষে আলোচনা সভার আযোজন করা হয়। এতে আনোয়ার মেম্বার,ডাক্তার মামুন,যদু সিংহ, সেলিম রেজা, আবু তাহের কোম্পনি, আব্দুল হাকিম আব্দুল জলিল,খাদিজা আক্তার,শ্রমিক নেতা মোহাম্মদ ফিরোজ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বিজয় জাতিকে মুক্তির যে দিক নির্দেশনা পাওয়া গেছে, তারই আলোকে জাতীয়  ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে  সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের এর ধারাবাহিকতা বজায়  রাখতে হবে।

চাক্তাই খালে সিডিএ’র বাঁধ বাঁধ কেটে এলাকার জলাবদ্ধ পানি কমালেন কাউন্সিলর শহিদ

চন্দনপুরা এলাকার চাক্তাই খালে জলাবদ্ধতা নিরসন কাজে দেয়া বাঁধ কেটে পশ্চিম বাকলিয়া ডিসি রোডে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন কাউন্সিলর শহিদুল আলম

পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে শুক্রবার ( ১৬ ডিসেম্বর) রাত এগারটায় চাক্তাই খালের চন্দনপুরা অংশে সিডিএ’র দেয়া বাঁধ কেটে দিয়েছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চলমান জলাবদ্ধতা নিরসনের কাজের জন্য চকবাজার ধুনির পোল ও চন্দনপুরা জামায়াতে ইসলামীর অফিস সংলগ্ন চাক্তাই খালে বাঁধ দিয়েছে। এতে পশ্চিম বাকলিয়া ডিসি রোড হতে গণী কলোনী মোড় পর্যন্ত এলাকা গত ৪/৫ দিন যাবত হাঁট পানিতে ডুবে থাকায় এলাকাবাসী প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে পারছেনা। দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে কর্মজীবী মানুষজনকে বের হতে হচ্ছে। এতে জন অসন্তোষ দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ ও জন অসন্তোষের বিষয়টি বিবেচনায় নিয়ে কাউন্সিলর শহিদ শুক্রবার রাতে চন্দনপুরা ব্রিজের কাছে জামায়াতে ইসমলামীর অফিস সংলগ্ন এলাকায় চাক্তাই খালে জলাবদ্ধতা নিরসনে চলা চলমান কাজ পরিদর্শনে যান। এসময় তিনি কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবিলম্বে বাকলিয়া এলাকায় সড়কে থাকা পানি নিষ্কাশনে খালে  দেয়া বাঁধ কেটে দিতে বলেন এবং কাজ চলাকালীন খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ না করে বাঁধের উপর পাম্প চালিয়ে খালের অপর প্রান্তে চলাচলের ব্যবস্থা করার ব্যবস্থা নিতে বলেন। তিনি বলেন, নগরবাসী জলাবদ্ধতা সমস্যার নিরসন হউক তা চায়। তবে যে কোনো সরকারি উন্নয়ন কাজে জনগণ,যাতে কম ভোগান্তি পোহায় জনপ্রতিনিধি হিসেবে আমরা সেটা নিশ্চিত করতে চাই। তিনি জলাবদ্ধতা নিরসন কাজে সিডিএ ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কোরকে সার্বিক সহায়তা করা হবে বলে উল্লেখ করেন। এসময় তানজিমুল কামাল, ইয়াছিন টিপু, কর্পোরেশনের পরিচ্ছন্ন সুপারভাইজার উপস্থিত ছিলেন।