বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ শিব শংকর শীল কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ডের আদর্শ সাংস্কৃতিক সংগঠন সৃজনী ললিতকলা একাডেমির নেতৃবৃন্দ। মঙ্গলবার(২৩ মে) সকালে এ সংগঠনটির নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানাতে কলেজে উপস্থিত হন । এসময় কলেজের বিজ্ঞানশিক্ষক ফেরদৌস কামাল উপস্থিত ছিলেন । সৃজনীর কর্মকর্তা চারুকলা শিক্ষক আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার গিয়াস উদ্দিন টিটু, সৃজনী ললিতকলা একাডেমির সভাপতি শিল্পী নন্দন রায় এর সাথে কুশল বিনিময় করে সাংস্কৃতিক কার্যক্রমে সবসময় সহযোগিতা করবেন বলে জানান অধ্যক্ষ শিব শংকর শীল । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে অর্নাস মাস্টার্স শেষ করে সাতকানিয়া মহিলা কলেজে অধ্যক্ষ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি হাটহাজারী উপজেলার পৌরসভাধীন দেওয়াননগৱ এলাকার বাসিন্দা। তিনি প্রথমে ভোলা জেলাৱ একটি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পৱবতীতে পটিয়ায় একটি স্বনামধন্য কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২মে কলেজে অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।
নবনিযুক্ত শিব শংকর শীল কলেজের সকল পর্যায়ে মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন-এমন আশাবাদ ব্যক্ত করেন কলেজের শিক্ষক ও সচেতন নাগরিক মহল ।