নিরাপদ সড়কের দাবিতে স্কুল–কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভকে ‘গণতান্ত্রিক অধিকারের চর্চা’ হিসেবে আখ্যা দিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর চালানো হামলা ও সহিংসতার নিন্দা জানানো হয়েছে।
গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ক্লাস বর্জন করে রাস্তায় নামে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার পর্যন্ত সেই আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও শুক্রবার থেকে হামলার শিকার হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। রবিবার ফেসবুকে মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেজে পোস্টকৃত বিবৃতিতে বলা হয়, ‘নিরাপদ সড়ক ও যানবাহনের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের সব মানুষকে এক কাতারে আনতে এবং তাদের মনোযোগ আকর্ষণে সমর্থ হয়।’
বিবৃতিতে বলা হয়, ‘গুটিকয় ব্যক্তি কাণ্ডজ্ঞানহীনভাবে বাস ও অন্য যানবাহনের মতো সম্পদের ক্ষতিসাধন করেছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। তবে নিরাপদ বাংলাদেশ গড়ার পক্ষে হাজার হাজার তরুণ, যারা কিনা শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার চর্চা করছিল, তাদের ওপর চালানো নৃশংস হামলা ও সহিংসতাকে কোনওভাবেই ন্যায্য বলে প্রতিপন্ন করা যায় না।’
সরকার গত বৃহস্পতিবার (২ আগস্ট) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে। এরপর গতকাল (রবিবার) থেকে ক্লাসে ফিরে আসে শিক্ষার্থীরা। সোমবার থেকে পুরোদমে ক্লাস-পরীক্ষা শুরু হয়।