[bangla_date] || [english_date]

আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে রাজধানীতে বিশাল শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বড় জমায়েত করার জন্য জাতীয় দিবসের সুযোগকে কাজে লাগাতে চাচ্ছে দলটি। সফল হলে এটি হবে দলটির জন্য এবছরের অন্যতম বড় কর্মসূচি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রতিবছরের মতো এবারও বিজয় দিবসে শোভাযাত্রা করার জন্য তাদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মধ্যম সারির অনেক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, বিজয় দিবসের শোভাযাত্রায় ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের জড়ো করার চিন্তাও আছে বিএনপির।

শোভাযাত্রার অনুমতি চেয়ে আজ-কালের মধ্যে পুলিশকে চিঠি দেয়া হবে।

বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিজয় দিবসে শোভাযাত্রা করা হবে কি না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন দলের নীতিনির্ধারকরা। আওয়ামী লীগের ঘোষণার পর বিএনপিও কর্মসূচি করার অনুমতি পাবে বলে এখন বিশ্বাস তৈরি হয়েছে। আর বিজয় উদযাপনের এমন দিবসের কর্মসূচির অনুমতি পেলে নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে বলেও মনে করেন তাঁরা।