[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম’কে হযরত সুলতান বায়েজীদ বোস্তামি (র:) দরগাহ জামে মসজিদ সংস্কার, সম্প্রসারণ ও সৌন্দর্য্য বর্ধনের দায়িত্ব বুঝিয়ে দিলেন হযরত সুলতান বায়েজীদ বোস্তামি (র:) দরগাহ্ পরিচালনা কমিটি। চট্টগ্রামের জালালাবাদে অবস্থিত সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (র:) একটি ঐতিহ্যবাহী দরগাহ্। অত্র দরগাহ্ শরীফের পাদদেশে মোঘল সম্রাট বাদশা আকবরের শাসনামলে হযরত সুলতান বায়েজীদ বোস্তামি (র:) জামে মসজিদ নির্মিত হয়েছিল।

মসজিটি দীর্ঘদিনের পুরাতন হওয়ার কারণে বর্তমানে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়েছে। গত ৫ এপ্রিল সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম অত্র দরগাহ্ শরীফ জেয়ারত করেন। তিনি মসজিদটির বেহাল অবস্থা  স্বচক্ষে দেখেছেন। দরগাহ্ পরিচালনা কমিটি গত ২৩ মে অনুষ্ঠিত সভায় সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অত্র মসজিদ সংস্কার, সম্প্রসারণ ও সৌন্দর্য্য বর্ধনের জন্য অনুরোধ করেছেন। এছাড়াও  জেলা প্রশাসক চট্টগ্রাম টেলিফোনে এ বিষয়ে সাবেক মেয়রকে অনুরোধ করেছেন। মোহাম্মদ মনজুর আলম হযরত সুলতান বায়েজীদ বোস্তামি (র:) এর দরগাহ্ জামে মসজিদ সংস্কার, সম্প্রসারণ ও সৌন্দর্য্য বর্ধনের লক্ষে দক্ষ প্রকৌশলী ও আর্কিটেক্ট দ্বারা ডিজাইন সম্পাদন করে অত্র মসজিদটির সংস্কার কাজ মঙ্গলবার ( ২১ মে) থেকে শুরু করেছেন। তাঁর এ কাজে অত্র দরগাহ্ পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল মালেক, সহসভাপতি সহকারী কমিশনার (ভুমি) জনাব ইউসুফ হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, সাব ইন্সপেক্টর নুরুন নবী, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আবদুর রহমান খাদেম, ওয়াকফ পরিদর্শক ডিএম খালেদ হোসেন, সিনিয়র সাংবাদিক নওশের আলী খান, কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হাশেমি, সাংবাদিক আলী আহম্মদ শাহীন ও ভারপ্রাপ্ত মতোওয়াল্লী সৈয়দ মোহাম্মদ গোলাম সরোয়ার সহ সংশ্লিষ্টরা সহযোগীতা করে যাচ্ছেন। সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ইতোমধ্যে ৩৬টি মসজিদ সহ ১০৩টি সেবাধর্মী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে পরিচালনা করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত সুলতান বায়েজীদ বোস্তামি (র:) দরগাহ্ জামে মসজিদ সংস্কার, সম্প্রসারণ ও সৌন্দর্য্য বর্ধনের সুযোগ পেয়ে সাবেক মেয়র মনজুর আলম, তাঁর পুত্র মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম ও মোহাম্মদ সাহিদুল আলম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।