১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি *

স্বাধীনতার মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্ট সকল শহিদের স্মরণে  বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও জিয়াফত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদাকাত উল্ল্যাহ মিয়াজীর  সভাপতিত্বে, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী   লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এইচ এম তাজুল ইসলাম নিজামী।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করছেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক আইন বিষয়ক সম্পাদক,চট্টগ্রাম উওর জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট ভবতোষ নাথ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.শাহজাহান।

এসময় আরো উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন,বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রাজু চৌধুরী,সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ,কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন চৌধুরী,সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ।

এসময় আরো উপস্থিত ছিলেন,সলিমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদীন,বাড়বকুণ্ড ইউনিয়নের ছাএলীগ নেতা জাবের আল মাহমুদসহ জেলা,উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ডের আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ এবং ছাত্রলীগের এর নেতৃবৃন্দ।