১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি *

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে  সকালে সীতাকুণ্ড উপজেলা  কেন্দ্রীয় শহিদমিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দুপুরে পৌরসভাস্থ  সীতাকুণ্ড উন্নয়ন আদর্শ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শামিমা আক্তার লাভলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহবায়ক মার্শেল কবির পান্নু, বিশেষ অতিথি যুগ্ন আহবায়ক এস এম  ইউসুফ ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব আ,জ,ম, সামছুল করিম লাভলু। বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর দিদারুল আলম এপোলো, সীতাকুণ্ড পৌরসভা সেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল দে।

আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আতাউল হাকিম আরিফ   নাজনিন আক্তার পান্না, জোবায়ের চৌধুরী লাতু, মো. ওমর ফারুক,  সৌরভ চৌধুরী, রেজাউল করিম, মুজিবুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন।

আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধুর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি হিমালয়। তিনিসহ তার পরিবারের সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন তখন সম্ভব হবে যখন এই প্রজন্মের লড়াই হবে শুধু বাংলাদেশ ও বাংলাদেশের জন্য।

এসময় বক্তারা আরও বলেন, ‘আগস্টের শোকের মাসের শোককে আমাদের শক্তিতে রূপান্তর করে মুক্তিযুদ্ধের পক্ষের দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরবর্তীতে ১৫ আগস্টে জাতির-জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।