ক্রীড়া প্রতিবেদক *
উজবেকিস্তানে বসেছে ফুটসাল ২০২৪ বিশ্বকাপ। সেখানে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে উড়িয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে আর্জেন্টিনা।
ফুটসাল বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের প্রথম ম্যাচেই ইউক্রেনের মুখোমুখি হয় তারা। ম্যাচে ইউক্রেনের জালে সাত গোল দেয় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন— কেভিন আরিয়েটা, অ্যালান ব্র্যান্ডি, মাতিয়াস রোসা, ক্রিশ্চিয়ান বোরুটো, কেভিন আরিয়েটা, লুকাস বলি আলেমানো। ইউক্রেনের হয়ে একমাত্র গোলটি করেছেন পেট্রো শোতুর্মা। ম্যাচসেরা হয়েছেন আর্জেন্টিনার নিকোলাস সারমিয়েন্টো।আর্জেন্টিনার গ্রুপে ইউক্রেন ছাড়াও রয়েছে আফগানিস্তান এবং এঙ্গোলা। এদিকে আর্জেন্টিনার গ্রুপের আরেক ম্যাচে এঙ্গোলাকে ৬-৪ গোলে হারিয়েছে আফগানিস্তান। আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
২৪ দলের এই টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল পরের রাউন্ডে পা দেবে।