চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, দেশের খ্যাতনামা গাইনোকোলজিস্ট প্রফেসর ডা. এম এ তাহের খান ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য, হাসপাতাল কেন্দ্রিয় জামে মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান মরহুম খায়েজ আহমেদ ভূঁইয়ার স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১জুলাই) কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে হাসপাতালের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয় এ শোকসভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডা. শাহানারা চৌধুরী। শোক সভায় আরো বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) আজিজ নাজিমউদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ওজিএসবি এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর (ডা.) কামরুন নেসা রুনা, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. ফজল করিম বাবুল, মো. হারুন ইউসুফ, এ এস এম জাফর, ঢাকা সমিতির সভাপতি হাবিবুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এর পরিচালক প্রফেসর ওয়াজির আহমেদ, অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিরাজুন নুর রোজী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অনুপম বড়ুয়া, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. জালাল উদ্দিন, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. মঈন উদ্দিন মাহমুদ ইলিয়াছ, আইসিইউ ইনচার্জ ডা. মাহাদী হাসান, মরহুম প্রফেসর এম এ তাহের খান এর বড় মেয়ে ডক্টর নাদিয়া ইয়াছমিন খান, ছোট মেয়ে ডা. নাটালী জেসমিন খান, মরহুম খায়েজ আহমেদ ভূঁইয়ার ছোট ভাই জাফর আহমেদ ভূঁইয়া ও একমাত্র ছেলে আরিফুল হাসান সৈকত ভূঁইয়া।

সভায় বক্তারা বলেন, মরহুম প্রফেসর এম এ তাহের খান ছিলেন একজন কিংবদন্তী চিকিৎসক, বাংলাদেশের চিকিৎসা অঙ্গনের উজ্জল নক্ষত্র ও বাংলাদেশের আধুনিক গাইনোকোলজির অন্যতম প্রবক্তা। চিকিৎসক ও শিক্ষক হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। তিনি ছিলেন শিক্ষকদের শিক্ষক এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের অভিভাবক। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে তিনি এই মেডিকেল কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং মেডিকেল কলেজকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে গিয়েছেন। যার ফলশ্রুতিতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ আজ দেশের অন্যতম সেরা বেসরকারী মেডিকেল কলেজ হিসেবে সমাদৃত।
সভাতে বক্তারা আরো বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ও হাসপাতাল কেন্দ্রিয় জামে মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান মরহুম খায়েজ আহমেদ ভূঁইয়া ছিলেন একজন অভিজ্ঞ ও জ্ঞানী মানুষ। হাসপাতালের উন্নয়নে উনি ছিলেন একজন নিবেদিত প্রাণ কর্মী। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের জন্য জমি নামমাত্র মূল্যে হস্তান্তর ও রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া তিনি হাসপাতালের ক্যান্সার মেশিনসহ বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অল্প সময়ের ব্যবধানে এই দুজন মানুষের মৃত্যু মা ও শিশু হাসপাতাল পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। সভাতে মরহুম প্রফেসর এম এ তাহের খান ও মরহুম খায়েজ আহমেদ ভূঁইয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে মরহুম প্রফেসর এম এ তাহের খান ও মরহুম খায়েজ আহমেদ ভূঁইয়ার পরিবারের সদস্যগণসহ হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম।