মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে হাটহাজারীর শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ প্রতিনিধি সভা রবিবার সন্ধ্যায় নজুমিয়া হাট রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম. এ সালাম। আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন বিজয়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জাফর আহমেদ,
আকতার হোসেন, মো. বক্তেয়ার, আ স ম রফিক মাস্টার,মো. এনামুল হক, মো. মোরশেদ আলম, মো. সেলিম, মো. ইলিয়াছ,শওকত আকবর,
আব্দুল মান্নান রানা, মো. মামুন, মো. শফি, ফরিদুল ইসলাম আজম, ফারুক হোসেন চৌধুরী, আশরাফ হোসেন হিমেল, রাশেদুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের জনগণের প্রতি আন্তরিক বলেই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন।নেত্রীর এই আন্তরিকতার প্রতিদানে সাধারণ জনগণই ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে স্মরণকালের বৃহত্তম জনসভায় পরিণত করবে। তিনি দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে জনসভায় জনগণের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।