প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৫মে) রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে। তখন সব তথ্য বলা হবে।
১৯ মে রাজশাহী নগরীর পুঠিয়া থানার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জনসমাবেশে আবু সাঈদ চাঁদ তার ভাষণে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো হবে’ বলে বক্তব্য দেন।
এ ঘটনায় রাজশাহীতে তিনটিসহ দেশের বিভিন্নস্থানে চাঁদের বিরুদ্ধে মামলা হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ক্ষমতাসীন দল ও বিভিন্ন পোশাজীবী সংগঠন।
এদিকে মামলার পর থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বাড়িতে মোবাইল ফোন রেখে আত্মগোপনে চলে যান তিনি।
১৯ মের ঘটনায় রবিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়।
২২ সেকেন্ডের সেই ভিডিওতে চাঁদকে বলতে শোনা যায়, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমরা করবো ইনশাআল্লাহ।