১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ || ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সব দিক থেকে  ফিটনেস অর্জনের আহ্বান নিয়ে দেশব্যাপী প্রথমবারের মতো পালিত হয় ‘টোটাল ফিটনেস ডে’। ২০২৩ সাল থেকে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম শুক্রবার দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে দিবসটি উদযাপন করে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

এ উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের সকল শাখা সেলের উদ্যোগে দিবসটি নিচের স্থানসমুহে কর্মসূচির আয়োজন করে। এ অনুষ্ঠানে ঘণ্টাব্যাপী যোগব্যায়াম, শারীরিক ভারসাম্য পরীক্ষা, সচেতনামূলক বুলেটিন ব্রোশিউর বিতরণসহ আলোচনা, প্রাণায়াম ও মেডিটেশন অন্তর্ভুক্ত ছিল!

এতে বিপুলসংখ্যক কোয়ান্টাম সদস্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন!

চট্টগ্রাম শহরের স্থান সমুহঃ- জাম্বুরীপার্ক, বিডিআর মাঠ, স্বাধীনতা কমপ্লেক্স, পতেঙ্গা সীবিচ, বায়েজিদ পার্ক, প্যারেড গ্রাউন্ড, অভয়মিত্র ঘাট, ডিসি হিলসহ চট্টগ্রামের বাইরে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের ২৮টি স্থানে সকাল ৭-৮টা পর্যন্ত টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।