নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পোড়া তেলে রান্না এবং ফ্রিজে বাসি মাছ-মাংস রাখাসহ নানা অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত জামান হোটেলকে জরিমানা করেছে ।
মঙ্গলবার (৩০ অক্টোবর) নগরের বহদ্দারহাট মোড়ের জামান হোটেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর জানান, ভোক্তা অধিকার আইনে জামান হোটেলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যের মূল্য তালিকা না টাঙানো, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া দই তৈরি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা, পোড়া তেলে রান্নাসহ নানা অপরাধে হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের হোটেলগুলোতে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।