রাউজানে পুকুরে ডুবে মো. আমান উল্লাহ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের চাঁদের দিঘির পাড় এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শিশু আমান ওই এলাকার আবুধাবী প্রবাসী তসলিম উদ্দিনের ছেলে।
নিহত শিশুর মামা মোহাম্মদ সোহেল বলেন, আমান পরিবারের সদস্যদের অগোচরে দুপুরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার দেহ পাওয়া যায়। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমানের বড় বোন তাসলিমা খানমও গত ৫ বছর আগে একই পুকুরে ডুবে মারা যান। একটি পরিবারের দুটি সন্তান পুকুরে ডুবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।