আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর তত্ত্বাবধানে পাঁচদিন ব্যাপী আইআইইউসি প্রযুক্তি উৎসব ২৩ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হতে যাচ্ছে।
প্রযুক্তি উৎসবে ১৩ টি ইভেন্টে আইআইইউসির সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে ।
পাঁচদিনব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রযুক্তি উৎসবে গণিত অলিম্পিয়াড, মোবাইল গেমস এন্ড এপস ডেভেলপমেন্ট কম্পিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট শোকেস কম্পিটিশন, পোস্টার রিপ্রেজেন্টেশন কম্পিটিশন, আইডিয়া জেনারেশন কম্পিটিশন, মেডিসিনাল প্ল্যান্ট শো কম্পিটিশন, মেকানিক্স অলিম্পিয়াড, সার্কিট সল্যুশন কম্পিটিশন, ডকুফিল্ম কন্টেস্ট, সাইবার গেমিং কনটেস্ট, টেক অলিম্পিয়াড, রোবো সকার কম্পিটিশনে টিম আকারে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে প্রি-ইভেন্টের মাধ্যমে শুরু হয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) আইআইইউসি ক্যাম্পাসে জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হবে প্রযুক্তি উৎসবের মূল পর্ব-যা বুধবার (২৭ সেপ্টেম্বর) পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।