১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরীর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ৬৩ দরিদ্র পরিবারের মাঝে মোট ২’শ ৫০ কেজি চাল বিতরণ করেছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক শহিদুল আলম শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে ওয়ার্ড অফিস প্রাঙ্গণে পরিবার প্রতি ৪ কেজি করে চাল প্রত্যেক পরিবারের সদস্যের হাতে তুলে দেন। এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন,আবদুল হাকিম,কামাল আহমদ, মুজিবুর রহমান, নাজিম দেওয়ান,ইয়াছিন টিপু, আফজাল হোসেন প্রমুখ উপস্থি ছিলেন।

চাল বিতরণকালে কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম বলেন, বর্তমান সরকার যেকোনো দুর্যোগময় মুহূর্তে দেশের জনগণের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে। তিনি জলাবদ্ধতা ও ভারিবর্ষণ হলে এলাকাবাসীকে সাবধানতা অবলম্বন করে চলাচলের পরামর্শ দেন। কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের জীবনে  দুর্ঘটনা ঘটে যায়।