চট্টগ্রামের পটিয়ায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষিকা বন্যা বড়ুয়া (৩০) নিহত হয়েছেন।
সোমবার (২৪সেপ্টেম্বর)সকাল ১০টার দিকে পটিয়া উপজেলার মনসা মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত বন্যা বড়ুয়া (৩০) পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা গ্রামের রণজিৎ বড়ুয়ার মেয়ে। তিনি মনসা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গাড়ির ধাক্কায় আহত বন্যাকে হাসপাতালে আনা হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।