১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর উদ্যোগে ১৭ আগস্ট, পটিয়া পৌরসভা মিলনায়তনে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, গভর্নরস প্রায়োরিটি প্রজেক্টস্ অনুযায়ী এ চারা বিতরণ করা হয়।

অনাড়ম্বর চারা বিতরণ কার্যক্রমে জাতীয় শোক দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানকে স্বাগত জানিয়ে বক্তারা বলেছেন, শুধু চারা রোপণ করে দায়িত্ব শেষ করলে হবে না। যথাযথ পরিচর্যার মাধ্যমে চারাকে বৃক্ষে রূপান্তরিত করতে হবে এবং নিধনেও কঠোর হতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র জননেতা আইয়ুব বাবুল, ক্লাবের অতীত সুপারস্টার প্রেসিডেন্ট, বর্তমান কমিউনিটি সার্ভিস ডিরেক্টর ও চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ পিপি হাসিনা আক্তার লিপি, ক্লাব এসাইন অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান জয় দেব চন্দ্র দাস জয়, ক্লাব প্রেসিডেন্ট নাসিমা আখতার, ক্লাব সেক্রেটারি লেখক-সাংবাদিক রোটারিয়ান শওকত বাঙালি, পিপি রোটারিয়ান কামরুল ইসলাম, পিপি লে. কর্নেল (অব.) জয়নুর রশীদ, ট্রেজারার রোটারিয়ান মোহাম্মদ শহীদ উল্লাহ, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল হাকিম রানা, পটিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল আলম, পিটিআই-পটিয়ার সুপারিনটেনডেন্ট শামশুল আহসান প্রমুখ।

নেতৃবৃন্দ পটিয়া পৌর মেয়রের হাতে অর্ধশত বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ চারা তুলে দেন।