[bangla_date] || [english_date]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম শুক্রবার ( ৮ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে সরাইপাড়া ওয়ার্ড, ২৪নম্বর আগ্রাবাদ ওয়ার্ড এর বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময়, বাদ জুমা এইচ এম ভবনে অস্বচ্ছল জনগোষ্ঠীর সাথে মতবিনিময় এবং মরক্কো থেকে আগত দুই বিশিষ্ট নাগরিককে সংবর্ধনা প্রদান ছাড়াও বাদ আছর কাজী মসজিদে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

এ সকল কর্মসূচিতে মনজুর আলম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় জীবনে খুবই গুরুত্ব বহন করে। এ নির্বাচনের পর দেশের উন্নয়ন অগ্রগতি, দেশ ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি বলেন, নির্ভয়ে সকল ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নির্বাচনকে উৎসবমুখর করতে হবে। সাবেক মেয়র বলেন, আমি নির্বাচিত হয়ে মানবসেবাকে আরো বেগবান করার সুযোগ পাব। তিনি সকলকে জাতীয় নির্বাচনে ভোট প্রদানের আহ্বান জানান। সংবর্ধনায় সংবর্ধিত অতিথি মরক্কোর বিশিষ্ট নাগরিক মোস্তফা আবু উলামা, মনির তাদের অনুভূতি ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন মহসিন চৌধুরী, হুমাযুন চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, আলহাজ্ব নিজামুল আলম, আলহাজ্ব সরোয়ার আলম, আলহাজ্ব ফারুক আজম, আলহাজ্ব সাইফুল আলম, আলহাজ্ব সাহিদুল আলম, বাদশা আলম, সৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর, সারহান আব্দুল্লাহ মনজুর, মাওলানা হাফেজ মনির উদ্দিন, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, আব্দুস সালাম, মোহাম্মদ লিটন, নুরুল আবছার, আমিনুল হক, মোহাম্মদ দিদার, মোহাম্মদ ইদ্রিছ, এসকান্দার, হালিম, তৌহিদুল হক, জাহেদ, শাহদাত আহসান প্রমুখ। বাদে আছর কাজী মসজিদে মুসল্লি সমাবেশে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনির উদ্দিন।