১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি *

সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে  এক যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বিএমএ গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত বাসযাত্রী  মো.বুলবুল মিয়ার (৬০)   বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকায় । যাত্রীবাহী বাসটি ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে যাচ্ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নেত্রকোনা থেকে ওই বাসটি দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুরনো জাহাজের যন্ত্রাংশের উপর গিয়ে পড়ে। এসময় বাসের দরজার কাছে থাকা যাত্রী বুলবুল মিয়া ছিটকে গিয়ে বাসের চাকা ও জাহাজের যন্ত্রাংশে মাঝে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা গিয়ে বুলবুল মিয়ার লাশ উদ্ধার করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি অংশে সড়কের পাশে পুরনো জাহাজের বিভিন্ন রকম যন্ত্রাংশ বিক্রি ও মেরামতের বেশকিছু প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানের মালামাল সড়কের পাশেই রাখা হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক  বলেন, “ভাটিয়ারী বিএমএ এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা পুরাতন মেশিনের উপর উঠে যায় এবং ওই যাত্রী মেশিন ও গাড়ির চাকায় আটকে যান।”