চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও সংগঠক সাংবাদিক দেবদুলাল ভৌমিক রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউন’র ২০১৯-২০ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত ২১জুলাই রোটারিয়ান সরাফত উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাবের ৯৮০তম নিয়মিত সভায় বর্তমান বোর্ডের সহ-সভাপতির দায়িত্বে থাকা দেবদুলাল ভৌমিককে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এর আগে রোটারিয়ান দিদারুল ইসলাম তার ব্যস্ততার জন্য ২০১৯-২০ সালে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অপারগতা জানালে দেবদুলাল ভৌমিককে প্রেসিডেন্ট মনোনীত করা হয়। সভায় অতিথি বক্তা ছিলেন সদ্য অতীত অ্যাসিসট্যান্ট গভর্নর রোটারিয়ান খন রঞ্জন রায়।
সভায় বছরের প্রথম ক্লাব বুলেটিন তুলে দেন ক্লাবের বুলেটিন এডিটর রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ। নিয়মিত সভা সমাপ্তিপূর্বক বছরের ২য় ক্লাব অ্যাসেম্বলী আহ্বান করেন ক্লাব সভাপতি। এতে রোটারী ইন্টারন্যাশনাল এবং ক্লাব পরিচালনার বিভিন্ন দিক নিয়ে সেশন নেন ক্লাবের অতীত সভাপতি রোটারিয়ান আসিফ ইকবাল আলী, রোটারিয়ান প্রণব কুমার দেব, রোটারিয়ান নোটন প্রসাদ ঘোষ। ক্লাবের সমাজসেবা পরিচালক রোটারিয়ান আলমগীরের ২১তম বিবাহ বার্ষিকী কেক কাটার মাধ্যমে পালন করা হয়। সার্জেন্ট রিপোর্ট পেশ করেন রোটারিয়ান রেজাউল করিম ফয়সাল।
ক্লাব সদস্যরা ফুল দিয়ে দেবদুলাল ভৌমিককে অভিনন্দন জানান। নতুন প্রেসিডেন্ট দেবদুলাল ভৌমিক ক্লাবের সকলের সহযোগিতায় রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউনকে কার্যক্রমের মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় করেন।