জিপিএইচ ইস্পাত লিমিটেডের চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরাস্থ প্ল্যান্ট ও তার পার্শ্ববর্তী এলাকার দুস্থ ও অসহায় নারীদের জন্য মঙ্গলবার(২৯আগস্ট) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে আশেপাশের বহুগ্রামের কয়েকশত অসহায়,দরিদ্র মহিলাদের ফ্রিচিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়।
জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এই কার্যক্রমের উদ্বোধন করে বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জিপিএইচ মহিলাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।এতে আমাদের প্ল্যান্ট এলাকাসহ আশেপাশের বিভিন্ন গ্রামের মহিলাদের সেবা দিবেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী ও মেডিসিন বিভাগের দুজন অভিজ্ঞ মহিলা ডাক্তার।
তিনি বলেন, জিপিএইচ মানুষের সেবায় সবসময়ই কাজ করে চলেছে।এর সব চাইতে বড় নজির হলো করোনাকালীন সময়ে দেশের প্রত্যন্ত এলাকায় এবং উপজেলাসমূহে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ- যা বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে।
এতে আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের এডভাইজার সাইকা শেফা, চীফ অপারেটিং অফিসার টি মোহন বাবু,চীফ কর্পোরেট রিলেশন্স অফিসার শোভন মাহবুব শাহাবুদ্দীন রাজ,মিডিয়া এডভাইজার অভীক ওসমান, প্রসেস এডভাইজার আমিরুল ইসলাম, লজিস্টিকস ও সিকিউরিটি এডভাইজার কর্নেল মোহাম্মদ শওকত ওসমান (অব.), হেড অব প্ল্যান্ট (অপারেশনস) মাদুলুরী শ্রী নীবাস রাওসহ ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
ক্যাপশনঃজিপিএইচইস্পাতেরকুমিরাস্থপ্ল্যান্ট ও তাঁরপার্শ্ববর্তী এলাকার মহিলাদের জন্য ২৯ আগস্ট দিনব্যাপী ফ্রি মেডিকেলক্যাম্প অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুলসহ জিপিএইচ ইস্পাতের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
.