ইউএসসিডিসি’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নগরীতে বসবাসকারি সেবকদের বিনামূল্যে “হেপাটাইটিস বি” সংক্রমণ স্ক্যানিং ও জনসচেতনেতা শীর্ষক এক সভা বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা’র সভাপতিত্বে ভ্যাকসিনেশন ইনচার্জ মো. আবু ছালেহ সঞ্চালনায় অনুষ্ঠিত উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ইনচার্জ ডা. মো. রাশেদুল ইসলাম, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. মো.হাসান মুরাদ চেীধুরী,ডা. সুমন তালুকদার, ডা.আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন। সেভ দ্য চিলড্রেন এর পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডা. বুশরা তাবাসুম হেপাটাইটিস বি সংক্রমণ স্ক্যানিং কার্যক্রম সর্ম্পকে তথ্য সভাকে অবহিত করেন।
ইউএসসিডিসি এর অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ২১,২৭ ও ৩২নম্বর ওয়ার্ডের আওতায় বসবাসরত পাঁচশত জন সেবকদের দুই মাসব্যাপী হেপাটাইটিস বি সংক্রমন পরীক্ষা করা হয়। এতে ০.৪% সেবকদের হেপাটাইটিস বি ইনফেকশন ধরা পড়ে।এছাড়াও সেবকদেরকে হেপাটাইটিস বি সংক্রমন বিষয়ে তাদেঁরকে উদ্বুদ্ধ করা হয় এবং রাবার গ্লাভস প্রদান করা হয়।
ডা. বুশরা তাবাসুম জানান, ভবিষ্যতেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।