৬০ এর দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা,নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের সফল রূপকার,মুক্তিযুদ্ধে বিএলএফ উত্তরাঞ্চল সেক্টরপ্রধান, স্বাধীন বাংলাদেশের উপযোগী রাষ্ট্রীয় কাঠামো গঠনের প্রবক্তা সিরাজুল আলম খান ওরফে দাদাভাইয়ের স্মরণসভা শনিবার (২৯জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।
স্মরণসভার আয়োজন অনেক বড় হলেও এতে থাকছে না কোনো প্রধানঅতিথি ও বিশেষ অতিথি। দাদাভাইয়ের আদর্শের অনুসারীরা-ই সভায় স্মৃতিচারণ করবেন। স্মরণসভায় উপস্থিত থাকতে সিরাজুল আলম খান স্মরণসভা কমিটির আহবায়ক বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধা গবেষণাকেন্দ্র ট্রাস্ট,চট্টগ্রাম এর চেয়ারম্যান ডা.মাহফুজুর রহমান।
বঙ্গবন্ধু মুজিবের অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা,রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খান দীর্ঘদিন রোগভোগের পর ২০২৩ সালের ৯জুন মৃত্যুবরণ করেন।