১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ || ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার মূল পরিকল্পনাকারী তারেক জিয়ার সর্বোচ্চশাস্তি ফাঁসি হলে স্বাধীনতাবিরোধীচক্র আর কখনো সাহস করতো না ২১ আগস্টের মতো বর্বরোচিত হামলা করার।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম তার প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

জননেতা এম এ সালাম বলেন, ‘গ্রেনেড হামলার মূল হোতা তারেক জিয়া। সব হয়েছে তার পরিকল্পনায় । সাধারণ মানুষ চেয়েছিল তারেক জিয়ার সর্বোচ্চ শাস্তি। তারপরও আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা। আদালতে যে রায় দিয়েছে, সেটি আমাদের মেনে নিতে হবে। এ রায়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া থাকবে। তবে আমরা অসন্তুষ্টও নই।