১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ২৪২ জন। এ বছর একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা এটি। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ২৩৯ জন এবং সারাদেশে এক হাজার ৩জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ডেঙ্গুতে ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৭ জনের।

শনিবার(২২জুলাই)স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট এক হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালের ৯৫১ জন এবং দেশের অন্যান্য হাসপাতাল থেকে ৭০০ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট ছয় হাজার ৬৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা সিটিতে রয়েছেন তিন হাজার ৮৩৯ জন এবং সারাদেশে দুই হাজার ৮১৭ জন।

চলতি বছরের ২১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৮ হাজার ৮৮৫ জন ও অন্যান্য বিভাগে ১১ হাজার ৮০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।