[bangla_date] || [english_date]

চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড ও উত্তর পাহাড়তলী, উত্তর কাট্টলী) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেছেন, ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়নের পর লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ। ২০৪১ সারের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে উঠবে একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী বাংলদেশ।

বৃহস্পতিবার ( ৭ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুনের সমর্থনে এক বিশেষ সাধারণ সভা ছলিমপুর প্রার্থীর বাসভবনে অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম- ৪ সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ফখরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু, আকবরশাহ থানা আওয়ালী লীগের, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ৯নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও ৪নম্বর মুরাদপুর ইউপি চেয়ারম্যান স ম রেজাউল করিম বাহার , ১ নম্বর সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী,  ৫ নম্বর বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, ৭নম্বর কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ৮নম্বর সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, ৯নম্বর ভাটিয়ারি ইউপি চেয়ারম্যান মো.  নাজিম উদ্দীন, ১০নম্বর সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ,  সলিমপুর ইউপি সদস্য ও ধর্মবিষয়ক সম্পাদক মাহবুবুল আলম মেম্বার প্রমুখ।সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান ও মেম্বারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।