ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ডাকাতের ছুরিকাঘাতে মো. সরোয়ার (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আলিনগর মিঠানগর গ্রামের দুদা কাজীর ছেলে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. হোসেন বলেন, বাড়বকুণ্ডের মান্দারিটোলা এলাকায় একদল ডাকাত কৌশলে ট্রাকটি থামিয়ে চালকের সর্বস্ব লুটে নিতে চেষ্টা করে। এ সময় চালক বাধা দিলে ডাকাতরা তার শরীরে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল করিম রাশেদ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় ওই চালকের ।